গাজীপুরে গত দুই দিনে নতুন করে ৪৮ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে ডাক্তার, পুলিশ, সাংবাদিক, এসিল্যান্ড ও স্বাস্থ্যকর্মীসহ ৩১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ১৯ ও ২০ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষা শেষে গাজীপুর সদর উপজেলায় ২৪ জন, কালীগঞ্জে ১৪ জন, শ্রীপুরে ৬ জন ও কালিয়াকৈর উপজেলায় চার জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৩১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্যে ১০৯ জন গাজীপুর সদর উপজেলায়। কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন এবং কাপাসিয়া উপজেলায় ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ২১ ও ২২ এপ্রিলের পাঠানো নমুনার ফলাফল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জানা যায়নি।
সময়/জেলা/২৩৪২০২০