স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত এ অভিনেতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৮, ২০২০

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত এ অভিনেতা


সময় আন্তর্জাতিক:
দেশে দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। একের পর এক তারকা-নন্দিত ব্যক্তিত্বরাও আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে।


বলিউডেও হানা দিয়েছে এ প্রাণঘাতী ভাইরাস। তারমধ্যে গায়িকা কণিকা কাপুর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

জানা গেছে এবার করোনায় আক্রান্ত হয়েছেন ‘রক অন’ খ্যাত অভিনেতা পূরব কোহালি। শুধু পূরবই নয়, তার সঙ্গে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী লুসি পেয়টন এবং পাঁচ বছরের কন্যা ইনায়া পেয়টন। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন পূরব।

তিনি লেখেন, 'দুই সপ্তাহ ধরে করোনার আক্রান্ত আমি এবং আমার পরিবার। জ্বরের মতো উপসর্গ দেখা দিয়েছিল আমাদের। ডাক্তারকে দেখাতে গেলে তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়েছি আমরা। পরীক্ষাও হয়। আমার মেয়ে ইনায়াই প্রথম এই রোগে আক্রান্ত হয়। সেখান থেকে আমি এবং আমার স্ত্রী। শ্বাসকষ্ট এবং জ্বর ছিল আমাদের। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছি।'

সবার উদ্দেশে তিনি বলেন, 'আমি প্রার্থনা করছি, কারও যাতে এই অসুখ না নয়। আর যদি বা হয়, আপনার শরীর এই ভাইরাসকে পরাস্ত করার ক্ষমতা রাখে। প্যানিক করবেন না। বাড়িতে থাকুন।'

Post Top Ad

Responsive Ads Here