লকডাউন শিথিলের পরদিন স্পেনে আরও ৫৬৭ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

লকডাউন শিথিলের পরদিন স্পেনে আরও ৫৬৭ জনের মৃত্যু


করোনাভাইরাসে মৃত্যু কমে এলেও গত তিনদিন ধরে স্পেনে ক্রমান্বয়ে তা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত আরও ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়েছে, স্পেনে সোমবার ৫১৭ জনের প্রাণহানি ঘটলেও মঙ্গলবার তা বেড়েছে। গত তিন সপ্তাহের মধ্যে করোনায় মৃত্যু সর্বনিম্নে নেমে এলেও তিনদিন ধরে তা সামান্য পরিমাণে বাড়ছে। মঙ্গলবার নতুন করে ৫৬৭ জনের প্রাণহানি ঘটায় দেশটিতে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৫৬।


তবে দেশটিতে করোনার মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ২৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হওয়ার সংখ্যাও কমেছে। এ নিয়ে স্পেনে করোনায় আক্রান্তের ১ লাখ ৭২ হাজার ৫৪১ জনে দাঁড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনে শিথিলতা এনেছে স্পেন। সোমবার থেকে দেশটির বেশকিছু খাতের কর্মীদের কাজে ফেরার অনুমতি দেয়া হয়েছে। এতে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

কয়েকদিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমে আসায় পরিস্থিতির উন্নতি দেখছে স্পেন সরকার। যে কারণে সোমবার থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ শিল্প ও উৎপাদন খাত পুনরায় খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে।

নির্দিষ্ট কিছু খাতের মানুষকে কাজে ফেরার অনুমতি দেয়া হলেও দেশটির অধিকাংশ মানুষকে এখনও ঘরেই কাটাতে হবে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দোকান-পাট, বার, বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য জনসমাগমপূর্ণ এলাকা বন্ধ থাকবে বলে জানিয়েছে দেশটি সরকার।


সময়/আন্ত/নাজ

Post Top Ad

Responsive Ads Here