প্রেমিকার জন্য অনিল কাপুরকে মারতে গিয়েছিলেন সালমান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

প্রেমিকার জন্য অনিল কাপুরকে মারতে গিয়েছিলেন সালমান


একজন বলিউডের চিরসবুজ নায়ক। তার বয়সের ছাপ চেহারায় কিছুতেই পড়ে না। তিনি, মিস্টার ইন্ডিয়া খ্যাত অনিল কাপুর।


আর একজন এখনও ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল ব্যাচেলর। সালমান খান। এখন তারা খুবই ভাল বন্ধু। কিন্তু একসময় তাদের সম্পর্ক ছিল খুবই তিক্ত। এতোটাই তিক্ত যে সালমান মারতেও গিয়েছিলেন অনিলকে।

আর তার মূলে ছিলো এক নারী। যাকে সালমান খুব ভালোবাসতেন।

এটা সেই সময়ের কথা, যখন সালমান অভিনয় শুরু করেননি। ইন্ডাস্ট্রিতে টুকটাক অন্য কাজ করছেন। বিভিন্ন জায়গায় অডিশন দিচ্ছেন। সে সময় অনিল কাপুর ‘হামলা’ নামে একটি ছবি বানাচ্ছেন। ১৯৮৭ সালের দিকে।

এ ছবিতে শাহিন নামের এক নারী সহকারী পরিচালক ছিলেন। যার সঙ্গে অনিল মিশতে চাইতেন। কিন্তু সেই নারী অনিলকে এড়িয়ে যেতেন। অনিল এতে ক্ষিপ্ত হয়ে শাহিনকে হুমকিও দেন।

বাধ্য হয়ে শাহিন তার বন্ধু সালমানকে সব খুলে বলেন। যা শুনেই বলিউড ভাইজান রেগে যান। বান্ধবীর সঙ্গে তিনি সোজা চলে গেলেন ‘হামলা’-র সেটে। সেখানে সবার সামনে সরসারি কড়া ভাষায় আক্রমণ করেন অনিল কাপুরকে।

পরে অবশ্য বিষয়টি মিটমাট হয় সালমান ইন্ডাস্ট্রিতে আসার পর। তখন শাহিনের সাথে তার ব্রেকাপ হয়ে যায়। তাই ইন্ডাস্ট্রির প্রভাবশালী নায়ক অনিল কাপুরের সঙ্গে বিরোধ রাখেননি সাল্লু। বরং নিজেদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে তুলেন তারা। একসঙ্গে কিছু ছবিতেও দেখা যায় তাদের।



সময়/বিনোদন/শোবিজ

Post Top Ad

Responsive Ads Here