সাংবাদিক মুসা হেনস্থা: এমআরএ’র দ্রুত শাস্তির দাবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০২৫

সাংবাদিক মুসা হেনস্থা: এমআরএ’র দ্রুত শাস্তির দাবি

 

সাংবাদিক মুসা হেনস্থা: এমআরএ’র দ্রুত শাস্তির দাবি
সাংবাদিক মুসা হেনস্থা: এমআরএ’র দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:

টানা ১০ দিন ধরে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবা সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য হাসপাতালের সামনে দায়িত্ব পালন করছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (মাল্টিমিডিয়া) আবু সালেহ মুসা। এ সময় বিএনপির সমর্থক পরিচয় দেওয়া মো. রফিক ইসলাম তাকে সশরীরে হেনস্তা করেন।


মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে গণমাধ্যম স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে।


অভিযুক্ত রফিক ইসলামের বাড়ি পশ্চিম দোল মোগরা, ডাকঘর বড়তাকিয়া, খানা মিরসরাই, ইউনিয়ন ১২-এর ৭ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি বিএনপির কোনো পদে না থাকলেও দলের সমর্থকের পরিচয়ে সাংবাদিককে হেনস্তা করেছেন।


এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, "সাংবাদিক হেনস্তার এই ঘটনা গভীর উদ্বেগজনক। আমরা চাই বিএনপি দ্রুত পদক্ষেপ নিক এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক।"


এমআরএ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, "একজন সাংবাদিকের ওপর হামলা মানেই পুরো গণমাধ্যমের ওপর হামলা। অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে — এটাই আমাদের দাবি।"


মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মনে করছে, সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে তাদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি হবে। তাই তারা অবিলম্বে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা প্রকাশ করেছে।


Post Top Ad

Responsive Ads Here