চট্টগ্রাম ও কক্সবাজারে আরও ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০২৫

চট্টগ্রাম ও কক্সবাজারে আরও ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

 

চট্টগ্রাম ও কক্সবাজারে আরও ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম ও কক্সবাজারে আরও ৫ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আরও ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।


পূর্বে চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের ১টি আসন ফাঁকা ছিল। নতুন তালিকায় চট্টগ্রামের ৪টি ও কক্সবাজারের ১টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো।


নতুন ঘোষিত আসনগুলোর প্রার্থীরা:


চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): মোস্তফা কামাল পাশা

চট্টগ্রাম-৬ (রাউজান): গিয়াস উদ্দীন কাদের চৌধুরী

চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি–চকবাজার আংশিক): মোহাম্মদ আবু সুফিয়ান

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া): নাজমুল মোস্তফা আমীন

কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া): আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ


এখনো ঘোষিত হয়নি যেসব আসন:

১. চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা)

২. চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক)

দলের দায়িত্বশীল সূত্র জানায়, বাকি আসনগুলোর প্রার্থীও শিগগিরই ঘোষণা করা হতে পারে।


সর্বমোট চট্টগ্রামে বিএনপির ঘোষিত প্রার্থীদের তালিকা:

১. চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান

২. চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরোয়ার আলমগীর

৩. চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): মোস্তফা কামাল পাশা

৪. চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন

৫. চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর হেলাল উদ্দিন

৬. চট্টগ্রাম-৬ (রাউজান): গিয়াস উদ্দীন কাদের চৌধুরী

৭. চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী

৮. চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বাকলিয়া): এরশাদ উল্লাহ

৯. চট্টগ্রাম-৯ (বাকলিয়া–কোতোয়ালি–চকবাজার আংশিক): মোহাম্মদ আবু সুফিয়ান

১০. চট্টগ্রাম-১০ (ডবলমুরিং–পাহাড়তলী): আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১. চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা): ঘোষণা বাকি

১২. চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক

১৩. চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী): সরোয়ার জামাল নিজাম

১৪. চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক): ঘোষণা বাকি

১৫. চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা


কক্সবাজারে বিএনপির ঘোষিত প্রার্থীরা:

১. কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া): সালাউদ্দীন আহমেদ

২. কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া): আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

৩. কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও): লুৎফর রহমান কাজল

৪. কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ): শাহজাহান চৌধুরী



Post Top Ad

Responsive Ads Here