মানবিক উদ্যোগে অনন্য তরুণ উদ্যোক্তা জান্নাতুলের ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ ক্যাফে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

মানবিক উদ্যোগে অনন্য তরুণ উদ্যোক্তা জান্নাতুলের ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ ক্যাফে

 

মানবিক উদ্যোগে অনন্য তরুণ উদ্যোক্তা জান্নাতুলের ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ ক্যাফে
মানবিক উদ্যোগে অনন্য তরুণ উদ্যোক্তা জান্নাতুলের ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ ক্যাফে


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

মানবিক কর্মকাণ্ডে এগিয়ে থাকা এক ব্যতিক্রমধর্মী ক্যাফের নাম ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় অবস্থিত এই ইকো-ফ্রেন্ডলি ক্যাফের কর্ণধার তরুণ উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, যিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবাকেই তাঁর উদ্যোগের মূল লক্ষ্য হিসেবে নিয়েছেন।


সম্প্রতি গাজীপুরের আব্দুল আলী সেবাশ্রমের নারী-পুরুষদের মুখে দেখা যায় চওড়া হাসি। শীতবস্ত্র ও প্রয়োজনীয় মাসিক বাজার পেয়ে আনন্দিত তাঁরা। এই মানবিক উপহার এসেছে ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ ক্যাফের পক্ষ থেকে। নিয়মিতভাবেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে ক্যাফেটি।


অনেকে ভাবতে পারেন, ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ কোনো দাতব্য সংস্থা। কিন্তু বাস্তবে এটি একটি পূর্ণাঙ্গ ক্যাফে। এর কর্ণধার ত্রিশ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ উন্নয়ন অধ্যয়ন বিষয়ে প্রফেশনাল মাস্টার্স করছেন।


চাকরির নিরাপদ গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে জান্নাতুল ২০২৪ সালে প্রতিষ্ঠা করেন ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’। এই উদ্যোগে বিনিয়োগ করেন যুক্তরাজ্যপ্রবাসী মঞ্জুর মিয়া, যিনি ক্যাফে পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনাও দিয়ে থাকেন। বর্তমানে ক্যাফেটিতে ১০ জন পূর্ণকালীন কর্মী ছাড়াও কয়েকজন ফ্রিল্যান্স কর্মী কাজ করছেন।


প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই ক্যাফেটি ব্যাপক পরিচিতি লাভ করে। মাসে প্রায় এক লাখ টাকা মুনাফা অর্জন করছে প্রতিষ্ঠানটি। এই মুনাফার একটি অংশ নিয়মিত ব্যয় করা হয় মানবিক ও সামাজিক কার্যক্রমে। প্রবীণ নিবাসে সহায়তা, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের জন্য খাদ্য বিতরণ, দুর্যোগে ত্রাণ কার্যক্রম—সবই রয়েছে এই ক্যাফের উদ্যোগের অংশ হিসেবে। কুমিল্লা ও ফেনীর বন্যায়ও ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’।


জান্নাতুল জানান, প্রায় এক দশক ধরে তিনি মানবসেবা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। করোনাকালে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, লকডাউনে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ নানা উদ্যোগে তিনি সক্রিয় ছিলেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রশংসিত হয়েছে।


ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, মানসিক বিকাশ ও মৌলিক চাহিদা নিয়ে কাজ করার পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের কারুশিল্পের মাধ্যমে কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে তাঁর।


শুধু ব্যবসা নয়, মানবিকতা ও সামাজিক বন্ধনের একটি মিলনকেন্দ্র হিসেবে ‘ওরেন্ডা অ্যান্ড বিন্স’ গড়ে তুলতে চান জান্নাতুল ফেরদৌস। এরই অংশ হিসেবে তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন—ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের জন্মদিনে তাঁর ক্যাফে থেকে কফি ও ব্রাউনি উপহার দেবেন। এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।



Post Top Ad

Responsive Ads Here