
ফটিকছড়িতে মোটরসাইকেল পিছু নিয়ে ব্রাশফায়ার, একজন নিহত
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের পিছু নিয়ে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে জামাল প্রকাশ ওরফে ছোট জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় নাসির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার শাহনগর গ্রামের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল ফটিকছড়ি উপজেলার বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন ও পাঁচ বছর বয়সী দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে জামাল ও নাসির মোটরসাইকেলযোগে গহিরা–ফটিকছড়ি সড়ক হয়ে শাহনগর দীঘিরপাড় এলাকায় পৌঁছান। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হঠাৎ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই জামাল নিহত হন এবং নাসির গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহত নাসিরকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আটটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
