অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেংরা কালু’ গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেংরা কালু’ গ্রেপ্তার

 

অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেংরা কালু’ গ্রেপ্তার
অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী ‘টেংরা কালু’ গ্রেপ্তার


মো: নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ অস্ত্র, ডাকাতি, হত্যা ও বিস্ফোরকসহ মোট ছয়টি মামলার তালিকাভুক্ত এক দুর্র্ধষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি নুরুল আমিন ওরফে টেংরা কালু (৪০)।


তিনি রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহুর কাজীর বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল হক ওরফে লেদা।


পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নোয়াজিষপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারের পর শনিবার (১০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে গত বছরের ২২ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে এসআই (নিরস্ত্র) খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে আসামির বসতঘরের সিলিংয়ের ওপর থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।


সিডিএমএস যাচাই করে পুলিশ নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত নুরুল আমিন ওরফে টেংরা কালুর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র, ডাকাতি, হত্যা ও বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে।


রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here