মৃত্যুর ১২ ঘণ্টা আগে ফেসবুকে লিখলেন ‘জীবন থেকে পালাতে চাই’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

মৃত্যুর ১২ ঘণ্টা আগে ফেসবুকে লিখলেন ‘জীবন থেকে পালাতে চাই’

মৃত্যুর ১২ ঘণ্টা আগে ফেসবুকে লিখলেন ‘জীবন থেকে পালাতে চাই’
মৃত্যুর ১২ ঘণ্টা আগে ফেসবুকে লিখলেন ‘জীবন থেকে পালাতে চাই’


মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আজাদ আবুল কালাম। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো—**মৃত্যুর মাত্র ১২ ঘণ্টা আগেই আবুল কালাম নিজের ফেসবুকে লিখেছিলেন,“ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”**


পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যদিও তার ফেসবুক প্রোফাইল লক থাকায় পোস্টটি যাচাই করা সম্ভব হয়নি, তবে একাধিক ব্যবহারকারী দাবি করেছেন এটি আবুল কালামের ব্যক্তিগত আইডি থেকেই দেওয়া হয়েছিল।


কিশোর বয়সেই বাবা-মাকে হারান আবুল কালাম। এরপর ভাই–বোনদের সহায়তায় বড় হন তিনি। ২০১২ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান এবং কয়েক বছর পর দেশে ফিরে ২০১৮ সালে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে রয়েছে ছয় বছরের এক ছেলে ও চার বছরের এক কন্যাসন্তান।


পরিবারসহ নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বসবাস করতেন আবুল কালাম। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন এবং প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করতেন।


দুর্ঘটনার দিন সকালে মতিঝিল অফিসে গিয়ে কাজ শেষে ফেরার পথে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।


দুর্ঘটনার পর সরকার নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে।সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “নিহত ব্যক্তির পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”


এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের যন্ত্রাংশ কীভাবে খুলে পড়ল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।



Post Top Ad

Responsive Ads Here