![]() |
বান্দরবানে অনলাইন অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে দম্পতি গ্রেপ্তার |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
বান্দরবান থেকে অনলাইনে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট তৈরি এবং বিদেশি ওয়েবসাইটে প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত দম্পতি বাংলাদেশে অবস্থান করেই ভিডিও ধারণ, সম্পাদনা ও অনলাইনে আপলোড করতেন। এসব কনটেন্ট বিদেশি একটি ওয়েবসাইটে প্রকাশ করা হতো, যা থেকে তারা আর্থিকভাবে লাভবান হতেন।
সিআইডির কর্মকর্তারা জানান, এ ধরনের কার্যক্রম বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তরা শুধু আইন ভঙ্গই করেননি, বরং নিজেদের মাধ্যমে অন্যদেরও এই অপরাধে যুক্ত হতে উৎসাহিত করেছেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তে আরও জানা গেছে, তারা একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশ থেকে অবৈধ কনটেন্ট প্রচার করতেন। সিআইডি বলছে, সাম্প্রতিক সময়ে দেশে বসে অনলাইনে এ ধরনের কনটেন্ট তৈরির প্রবণতা বাড়ছে, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করছে।
এই ঘটনাটি প্রথম প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যার ভিত্তিতে সিআইডি অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করে। বর্তমানে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।