রাঙামাটিতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকালে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে ১০টায় জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, এবং সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা মো. ইমদাদ রনি।
সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, গাইনী বিশেষজ্ঞ ডা. বেবী ত্রিপুরা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি চেম্বার অব কমার্সের পরিচালক মো. মনছুর আলী, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নুর উজ জমান, এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে নির্ভুল তথ্য ও পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা শেষে রাঙামাটি জেলার বিভিন্ন উন্নয়ন সূচক ও পরিসংখ্যানভিত্তিক তথ্য নিয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।