আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের উন্নত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে শাখাটি।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত তাহেরা-রাশেদ ভবনের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক খন্দকার নাজমুল হোসাইন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ফকির ও ফরিদপুর মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রশীদ মোল্যা।
বক্তারা বলেন, নতুন ভবনে স্থানান্তরের মাধ্যমে আলফাডাঙ্গা শাখার সেবার মান আরও উন্নত হবে। আধুনিক সুবিধাসম্পন্ন এই ভবনে গ্রাহকরা দ্রুত ও আরামদায়ক ব্যাংকিং সেবা নিতে পারবেন।
তারা আরও বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকরা এখন আরও সহজে কৃষিঋণ ও অন্যান্য আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা স্থানীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।