![]() |
| চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মিলল 'কোনো আশা-আকাঙ্ক্ষা নেই' লেখা চিরকুট |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন, যিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলশীর একটি ভাড়া বাসা থেকে পুলিশ সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।
মরদেহ উদ্ধারকালে পুলিশ তার কক্ষ থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে। প্রথম চিরকুটে সুমন লেখেন, ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আর আমার কারও প্রতি কোনো অভিযোগও নেই। সবাই ভালো থাকবেন। আমার সব অভিযোগ নিজের প্রতি। তাই আমার ব্যাপারে জানার চেষ্টা না করাটাই ভাল হবে।’
এর আগে, গত ১ ডিসেম্বর (সোমবার) লেখা আরেকটি চিরকুটে তিনি লেখেন, ‘আশাই জীবন আশাই মরণ, ব্যর্থতা হতাশা-অন্ধকারে নিয়ে যায়।’
পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। চিরকুটের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, হতাশা থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, "আমরা ঘটনাস্থল থেকে মরদেহ ও দুটি চিরকুট উদ্ধার করেছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সার্বিক তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

