চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ০৫, ২০২৫

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. নয়ন নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গী রবিন আহত হয়ে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের কর্মকর্তা নয়ন বন্ধু রবিনকে নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফে জিয়ারত করতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যান এবং রবিন গুরুতর আহত হন।


এ বিষয়ে আশিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমদ বলেন, “দরবার শরীফ থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংকার নয়ন মারা গেছেন। তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।”



Post Top Ad

Responsive Ads Here