আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ক্যাম্পে ১৭৮ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২০, ২০২৫

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ক্যাম্পে ১৭৮ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা

 

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ক্যাম্পে ১৭৮ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা
আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য ক্যাম্পে ১৭৮ জন পেলেন বিনামূল্যে চিকিৎসা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় এবং বেডো সমৃদ্ধি কর্মসূচির বাস্তবায়নে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প। 


সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে আদমদীঘি সদর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পে ১৭৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সদর ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিন।


আলোচনা সভায় বক্তব্য দেন—সান্তাহার শহর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ,ব্যবসায়ী মাহাবুব রহমান,সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল,স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন,স্বাস্থ্য পরিদর্শক ছালমা বেগম, তাসলিমা, ফিরোজা, রাজিয়া, তানজিলা, মিম্মা আক্তার, ও সুমাইয়া প্রমুখ।


ক্যাম্পে চিকিৎসা সেবা দেন—ডা. এস.এম. মাহবুবুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ,ডা. তাসকিয়া পারভীন, স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ (গাইনী)।


দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।


বেডো সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তারা জানান, এই স্বাস্থ্য ক্যাম্পের লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, বিশেষ করে নারী ও প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা।




Post Top Ad

Responsive Ads Here