‘রাজনীতিতে নেই, সমর্থনও করি না’-আওয়ামী লীগ কমিটির পদ ফিরিয়ে দিলেন ব্যবসায়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৩, ২০২৫

‘রাজনীতিতে নেই, সমর্থনও করি না’-আওয়ামী লীগ কমিটির পদ ফিরিয়ে দিলেন ব্যবসায়ী

 

‘রাজনীতিতে নেই, সমর্থনও করি না’-আওয়ামী লীগ কমিটির পদ ফিরিয়ে দিলেন ব্যবসায়ী
‘রাজনীতিতে নেই, সমর্থনও করি না’-আওয়ামী লীগ কমিটির পদ ফিরিয়ে দিলেন ব্যবসায়ী

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের গোপালপুর ইউনিয়ন কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. জাকির হোসেন মুরাদ। রাজনীতিতে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি প্রকাশ্যে পদটি প্রত্যাখ্যান করেছেন।


বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কমিটি থেকে নাম প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।


জাকির হোসেন মুরাদ গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।


সংবাদ সম্মেলনে তিনি জানান, কিছুদিন আগে জানতে পারেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের স্বাক্ষরিত কমিটিতে তাকে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক করা হয়েছে।


তিনি স্পষ্টভাবে বলেন, “আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই, এমনকি আওয়ামী লীগকেও সমর্থন করি না। তাই কমিটিতে আমার নাম থাকা অনাকাঙ্ক্ষিত। আমি চাই, আমার নামটি কমিটি থেকে বাতিল করা হোক।”


জাকির হোসেন আরও জানান, তিনি পূর্বে কখনো রাজনীতি করেননি এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত নন। কমিটিতে নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি বিব্রতবোধ করছেন বলেও সাংবাদিকদের জানান।


তিনি গণমাধ্যমের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরার অনুরোধ করেন, যেন এ বিষয়ে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়।


Post Top Ad

Responsive Ads Here