![]() |
| জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি এসপি জান্নাত আফরোজ |
মো. নাজমুল হোসেন ইমন,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব, পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজ বর্তমানে আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। BANFPU রোটেশন-১৮-এর কমান্ডার হিসেবে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন। মিশন শেষ হলেও কন্টিনজেন্ট গুছিয়ে দেশে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ কাজে তিনি এখনো রাজধানী কিনশাশায় অবস্থান করছেন।
আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের মাধ্যমে বাংলাদেশকে মর্যাদার সঙ্গে প্রতিনিধিত্ব করছেন এই পুলিশ কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি যেমন দায়িত্বশীল, তেমনি মানবিক কাজেও সবসময় এগিয়ে থাকেন। দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের সহায়তা, সামাজিক উন্নয়ন কার্যক্রম এবং মানবিক উদ্যোগে তার অবদান প্রশংসিত।
সহকর্মী ও স্থানীয়দের কাছে এসপি জান্নাত আফরোজ একজন সৎ, কর্মঠ ও সেবামূলক মনোভাবসম্পন্ন কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবনে তিনি পশুপাখির প্রতি বিশেষ মমতা পোষণ করেন। প্রাণীদের প্রতি তার এই ভালোবাসা তাকে মানবিক কার্যক্রমে আরও অনুপ্রাণিত করে। পাশাপাশি তিনি একজন ভ্রমণপ্রিয় মানুষ; সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন মনোরম স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার অসাধারণ অবদান বাংলাদেশের জন্য যেমন গৌরবের, তেমনি এটি ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

