বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি ভাস্কর, সম্পাদক রাসেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ০২, ২০২৫

বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি ভাস্কর, সম্পাদক রাসেল

 

বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি ভাস্কর, সম্পাদক রাসেল
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর শাখার নতুন কমিটি ঘোষণা: সভাপতি ভাস্কর, সম্পাদক রাসেল

সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

বাংলাদেশ প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) লক্ষ্মীপুরের উপশহর দালালবাজারস্থ আলিফ-মীম হাসপাতালের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফরিদ খান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম দুলালকে ফুল দিয়ে বরণ করেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।


সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি. বি. রায় চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাসুমা খাতুন।


সম্মেলনে উপস্থিত ছিলেন—আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ আমির হোসেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা মো. শামছুল করিম খোকন,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান,লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সহসভাপতি মো. হোসেন চৌধুরী,লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজালুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক বিএম সাগর,রামগতি ও রায়পুরের বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক এবং স্থানীয় সংবাদকর্মীরা এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদ খান বলেন, “জনস্বার্থে সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের যেকোনো স্থানে সাংবাদিকরা বিপদে পড়লে বাংলাদেশ প্রেসক্লাব তাদের পাশে থাকবে।”


তিনি জানান, সারা দেশে জেলা ও উপজেলা মিলিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের প্রায় ৭০০টি শাখা কমিটি রয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে সংগঠনটি সার্বক্ষণিকভাবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।


লক্ষ্মীপুরের সাংবাদিকদের প্রতি তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


সম্মেলনের শেষ পর্যায়ে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদ খান লক্ষ্মীপুর জেলা শাখার নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।


কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি: ভাস্কর ভি. বি. রায় চৌধুরী,সহ-সভাপতি: মো. হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক: মেহেদী হাসান রাসেল,অর্থ সম্পাদক: এহসানুল আসিফ মাসুম।


নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কাঠামো আরও শক্তিশালী ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




Post Top Ad

Responsive Ads Here