বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের বোয়ালমারীতে বাসস্টাফদের অসদাচরণের প্রতিবাদে শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী বটতলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। 


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) কলেজ থেকে বোয়ালমারীতে ফেরার পথে একদল শিক্ষার্থী বাসে উঠতে গেলে বাসস্টাফরা তাদের বাসে ওঠা ও সিটে বসার অনুমতি দেননি। এছাড়া শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানিয়ে সম্পূর্ণ ভাড়া দাবি করা হয়। এ ঘটনায় বাসস্টাফদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয় এবং কন্ডাক্টর ও হেলপার কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন।


পরদিন শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ সড়ক অবরোধ করে দোষীদের শাস্তির দাবি জানায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, হেনস্তাকারী বাসস্টাফদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। এছাড়া তারা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার বাস্তবায়নেরও দাবি জানায়।


পরে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের আশ্বাসে শিক্ষার্থীরা রবিবার (২৬ অক্টোবর) পর্যন্ত অবরোধ স্থগিত করেন। শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা পুনরায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।


অবরোধ শেষে বোয়ালমারী থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি)-এর সহযোগিতায় গাছের গুঁড়ি সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।



Post Top Ad

Responsive Ads Here