গাইবান্ধায় পুলিশ সুপার এবং ওসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫

গাইবান্ধায় পুলিশ সুপার এবং ওসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় পুলিশ সুপার এবং ওসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় পুলিশ সুপার এবং ওসিসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

 


মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধায় পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামসহ তিনজন পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর আমলী আদালতে মামলাটি দাখিল করা হয়।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মার্চ মাসে ফেসবুকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তারেকুজ্জামান তুহিন মৌখিকভাবে এসআই মনিরুজ্জামানের বিরুদ্ধে মন্তব্য করেন। এর পর ২৫ মার্চ বিকেলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, সদর থানার ওসি শাহিনুর ইসলামের মাধ্যমে এসআই মনিরুজ্জামানকে থানায় ডেকে পাঠান।


সেসময় মনিরুজ্জামানের ব্যক্তিগত মোবাইল ফোন ও থানায় থাকা তার ল্যাপটপ পরীক্ষা করা হয়। পরে পুলিশ সুপার উভয় ডিভাইস নিজের জিম্মায় রেখে দেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। এতে আরও বলা হয়, ঘটনাটি প্রকাশ করলে তাকে চাকরিচ্যুত করা এবং হত্যার হুমকি দেওয়া হয়।


পরে এসআই মনিরুজ্জামানকে রাজশাহী রেঞ্জের জয়পুরহাট জেলার কালাই থানায় বদলি করা হয়। মামলার পরদিন বৃহস্পতিবার তাকে কালাই থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়।


বাদীপক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দিয়েছে।


এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমাদের এসপি স্যারের কাছে জানতে পারবেন।” এরপর তিনি ফোন সংযোগ কেটে দেন।



Post Top Ad

Responsive Ads Here