
আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
দীর্ঘদিন কমিটিবিহীন থাকার পর অবশেষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ১০১ সদস্য বিশিষ্ট এই দুই কমিটির অনুমোদন দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।
নবঘোষিত উপজেলা বিএনপির কমিটিতে আব্দুল মান্নান মিয়া আব্বাস সভাপতি এবং নুরুজ্জামান খসরু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, ১১ জন সহসভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজন যুগ্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদকসহ ২৮ জন নির্বাহী সদস্য রয়েছেন।
অন্যদিকে রবিউল হক রিপনকে সভাপতি এবং মো. হাসিবুল হাসান হাসিবকে সাধারণ সম্পাদক করে আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি, সাতজন সহসভাপতি, তিনজন যুগ্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক ও একাধিক সম্পাদকীয় পদসহ নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও দুই দিনের মাথায় ‘নানা অনিয়ম’-এর অভিযোগে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিটি দুটি স্থগিত করা হয়। এরপর থেকে আলফাডাঙ্গায় বিএনপি কমিটি কার্যত স্থবির ছিল।
নবগঠিত এই দুই কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্বের অধীনে আলফাডাঙ্গায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ নবনির্বাচিত সকল নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও আশা করছেন, নতুন নেতৃত্ব বিএনপিকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
