![]() |
| ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ টেকনাফ থানার ওসির |
মো: নাজমুল হোসেন (ইমন), স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নূর তাঁর নামে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সম্প্রতি দেশের একটি অনলাইন নিউজ পোর্টাল ‘টেলিগ্রাম নিউজ’-এ প্রকাশিত “৩ লাখ টাকার বিনিময়ে ইয়াবা কারবারিকে এসি গাড়ির ব্যবস্থা করলেন টেকনাফ ওসি” শিরোনামের প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
ওসি আবু জায়েদ মো. নূর জানান, গত ১৮ অক্টোবর (২০২৫) কক্সবাজার বিজ্ঞ আদালতে মোট আটজন আসামিকে প্রেরণ করা হয়। তাদের মধ্যে একজন নারী ও সাতজন পুরুষ আসামি ছিলেন। পুরুষ আসামিদের মধ্যে একজন ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং অপরজন ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি ছিলেন।
তিনি বলেন, “প্রথমে লেগুনাযোগে তাদের পাঠানো হয়। পরে সার্বিক নিরাপত্তা ও আসনসংকুলান না থাকায় মহিলা পুলিশসহ মহিলা আসামিকে অন্য একটি গাড়িতে পাঠানো হয়। কিন্তু ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মনগড়া ও একটি কুচক্রী মহলের অপপ্রচার।”
ওসি নূর আরও বলেন, “এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এমন ভিত্তিহীন তথ্য প্রচার কেবল ব্যক্তি নয়, পুরো পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”
তিনি জানান, এই মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে তিনি ও থানার পুলিশ সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
ওসি নূর সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যে কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠান অযথা ক্ষতিগ্রস্ত না হয়।” তিনি গণমাধ্যমকর্মীদের পেশাদার নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।

