আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা হাসিব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা হাসিব

আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা হাসিব
আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা হাসিব



আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ ফরিদপুরের নবগঠিত আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব। 


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ঘোষিত এই নতুন কমিটির অনুমোদন দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।


খোঁজ নিয়ে জানা গেছে, হাসিবুল হাসান হাসিব দীর্ঘদিন ধরে বিএনপির একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। তার রাজনীতির সূচনা ছাত্রজীবন থেকেই।


২০০৩ সালে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক কলেজ ছাত্রছাত্রী সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর থেকেই তিনি রাজপথের রাজনীতিতে সক্রিয় থেকে দলের দুর্দিনে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে অগ্রণী ভূমিকা রাখেন।


দীর্ঘদিন তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হলেও দলের আদর্শ থেকে কখনো সরে যাননি।


পেশাগত জীবনে সফল ব্যবসায়ী হলেও হাসিবুল হাসান হাসিবের পরিচয় সবসময় একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনীতিক হিসেবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বহুদলীয় গণতন্ত্র, ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে রাজনীতি চালিয়ে যাচ্ছেন।


নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসিবুল হাসান হাসিব বলেন, “আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এটি কেবল কোনো পদ নয়, বরং আমার কাছে একটি গুরুদায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনা ও আদর্শকে পাথেয় করে দলের দুর্দিনে আমি রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”


তিনি আরও বলেন, “নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে দলকে সুসংগঠিত করা, তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দেওয়া। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আলফাডাঙ্গাকে জাতীয়তাবাদী শক্তির দুর্গে পরিণত করতে চাই।”


Post Top Ad

Responsive Ads Here