চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০২৫

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার

 

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ডাকাতি মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার রুবেল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকার আমিনের ছেলে।


বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কর্ণফুলী নদীর অস্ত্রসহ ডাকাতি মামলার পলাতক আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব জানায়, গ্রেপ্তার রুবেল ওই মামলার অন্যতম সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here