চট্টগ্রামে সৎ কাস্টমস কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০২৫

চট্টগ্রামে সৎ কাস্টমস কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা

 

চট্টগ্রামে সৎ কাস্টমস কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা
চট্টগ্রামে সৎ কাস্টমস কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে মো. আসাদুজ্জামান খান নামের এক রাজস্ব কর্মকর্তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে তার ওপর এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা। আসাদুজ্জামান বর্তমানে কাস্টম হাউসের এআইআর শাখায় কর্মরত।


সহকর্মীরা জানান, আসাদুজ্জামান একজন সৎ ও নীতিবান কর্মকর্তা হিসেবে পরিচিত। অনৈতিক সুবিধা গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে তাকে লক্ষ্য করে গাড়িতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করা হয়। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পান। ঘটনার পর তিনি থানায় গিয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।


কাস্টমস কর্মকর্তারা অভিযোগ করেন, রাজস্ব ফাঁকি ও অনৈতিক সুবিধা আদায়ে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। সৎ কর্মকর্তাদের ভয় দেখিয়ে হুমকি দেওয়া এবং হামলা চালানো এই চক্রের পুরোনো কৌশল। এরই ধারাবাহিকতায় আসাদুজ্জামানের ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এর আগে গত ৫ অক্টোবর ০১৭৯৯-৬৪৪৮১৬ নম্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, অফিসে অবস্থানকালে ওই নম্বর থেকে ফোন করে তাকে ভয়-ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।



Post Top Ad

Responsive Ads Here