ফরিদপুর-১ এ সিআইপি আবুল বাসারের গণসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০২৫

ফরিদপুর-১ এ সিআইপি আবুল বাসারের গণসংযোগ

ফরিদপুর-১ এ সিআইপি আবুল বাসারের গণসংযোগ
ফরিদপুর-১ এ সিআইপি আবুল বাসারের গণসংযোগ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাসার খাঁন তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে তার নির্বাচনী প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।


দেশের শিল্প ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিআইপি আবুল বাসার খাঁন রাজ্জাক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও রাজ্জাক জুট মিলের স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানে বর্তমানে আট হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। শিল্পখাত ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সিআইপি সম্মাননা অর্জন করেন।


গণসংযোগকালে আবুল বাসার খাঁন ভোটারদের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক জনপদ গঠনে নিরলসভাবে কাজ করতে চাই। উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।”


তার প্রচারণা ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং ভোটারদের সর্মথন অর্জনে তিনি ধারাবাহিকভাবে মাঠে আছেন।



Post Top Ad

Responsive Ads Here