![]() |
| বায়েজিদে বাবুল হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেন গ্রেপ্তার |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় মো. বাবুল হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবুল হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আবুল হোসেন বায়েজিদ থানাধীন পূর্ব শহীদনগর এলাকার মো. শফিক মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চকবাজার থানার ইমামগঞ্জ সাহাবুদ্দিন সাহেব কলোনি এলাকা থেকে র্যাব-৭ এর একটি বিশেষ দল তাকে আটক করে।
র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মো. বাবুল হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

