সদরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৩, ২০২৫

সদরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

সদরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সদরপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


 বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় জাতীয় দুইটি গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে— জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, সরকারি দপ্তরগুলোর আনন্দমেলা এবং অন্যান্য সৃজনশীল আয়োজন।


বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিবসগুলো শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে পালন করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।


সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামী, জাকের পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং দায়িত্বশীলভাবে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।



Post Top Ad

Responsive Ads Here