ফরিদপুর-১ এ গণঅধিকার পরিষদ প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৩, ২০২৫

ফরিদপুর-১ এ গণঅধিকার পরিষদ প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগ

 

ফরিদপুর-১ এ গণঅধিকার পরিষদ প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগ
ফরিদপুর-১ এ গণঅধিকার পরিষদ প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।


বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং দলের ট্রাক প্রতীকের পক্ষে ভোট চান।


গণসংযোগকালে মো. সাইফুল ইসলাম বলেন, “জনতার অধিকার আমাদের অঙ্গীকার। দুর্নীতি, খল ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে চাই। ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ট্রাক প্রতীকে সবার ভোট কামনা করছি।”


এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুরসালিন খান আবিদ, জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, বোয়ালমারী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, আলফাডাঙ্গা যুব অধিকার পরিষদের সভাপতি ইমন হোসেন রঞ্জুসহ দলীয় নেতাকর্মীরা।



Post Top Ad

Responsive Ads Here