বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ৯ দিন প্রেমিকা, প্রেমিক উধাও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ০৩, ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ৯ দিন প্রেমিকা, প্রেমিক উধাও

 

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ৯ দিন প্রেমিকা, প্রেমিক উধাও
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা ৯ দিন প্রেমিকা, প্রেমিক উধাও

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নে প্রেমঘটিত ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে প্রেমিক সোলায়মান বাদশার (২৬) বাড়িতে টানা ৯ দিন ধরে অবস্থান করছেন প্রেমিকা ঝুমুর বেগম (১৯)। প্রেমিকের খোঁজ না মেলায় পুরো গ্রামজুড়ে তোলপাড় চলছে।


বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মাঝির বাড়িতে গিয়ে দেখা যায়, ঝুমুর বেগম প্রেমিকের ঘরের বারান্দায় বসে বিয়ের দাবি জানাচ্ছেন। তবে সোলায়মানের পরিবার তাকে গ্রহণে অনিচ্ছুক।


ঝুমুর বেগমের বাড়ি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রসুলপুর চৌমুহনী এলাকায়। বাবা মো. দেলোয়ার হোসেন। আর্থিক দুরবস্থার কারণে তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকায় যাতায়াতের সময় পরিচয় হয় সোলায়মানের সঙ্গে। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।


ঝুমুর জানান, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে সোলায়মান একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পাশাপাশি বিভিন্ন অজুহাতে তার কাছে থেকে প্রায় দুই লাখ টাকা নেন। তিনি বলেন, “সব বিশ্বাস করে দিয়েছি।”


তিনি আরও বলেন, “২৪ নভেম্বর সোলায়মান আমাকে আমার বাড়ি থেকে নিয়ে নিজের বাড়িতে আনে। এরপরই হঠাৎ উধাও হয়ে যায়। এখন ৯ দিন ধরে আমি তার বাড়িতে অবস্থান করছি। তার মা আমাকে অপমান করছেন, এমনকি হত্যার হুমকিও দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”


অভিযুক্ত সোলায়মান পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ। তবে তার মা জামিলা আক্তার বলেন, “ছেলের সঙ্গে কথা বলবো। সে যদি দোষী হয়, তাহলে মেয়েটিকে মেনে নেবো।”


স্থানীয় বাসিন্দা মো. নুর ইসলাম বলেন, “মেয়েটি টানা কয়েকদিন ধরে বাড়িতে বসে আছে। সোলায়মান প্রতারণা করেছে। তার বিয়ে করা উচিত।”


চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, “অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



Post Top Ad

Responsive Ads Here