![]() |
| ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম |
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৪টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। তালিকায় ফরিদপুর-১ আসনে খন্দকার নাসিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে প্রথম দফায় ফরিদপুর জেলার তিনটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। সর্বশেষ ঘোষণায় ফরিদপুরের বাকি আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করা হলো।
ফরিদপুরের অন্যান্য আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন—ফরিদপুর-২: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,ফরিদপুর-৩: মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ,ফরিদপুর-৪: কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,মনোনয়ন ঘোষণার পর নাসিরুল ইসলামের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

