স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নাজিম উদ্দিন আল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৬, ২০২৫

স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নাজিম উদ্দিন আল

 

স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নাজিম উদ্দিন আল
স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: নাজিম উদ্দিন আল


গিয়াস উদ্দিন, ভোলা প্রতিনিধি:

ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম বলেছেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার আলোকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”


রবিবার (২৬ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ শেষে পৌরসদর সড়কে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।


নাজিম উদ্দিন আলম বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফিরিয়ে আনবে। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য।”


তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। তারুণ্যের প্রথম ভোট হতে হবে ধানের শীষের পক্ষে।”


এদিন সকালে চরফ্যাশনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, পথচারী ও দোকানদারদের মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চালান তিনি।


লিফলেট বিতরণ শেষে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আমিনুল ইসলাম মিন্টিজ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা হারুন অর রশিদ ট্রুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক গোলাম আক্তার মইন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ছিদ্দিক মাতব্বর, যুবদল নেতা শহীদুল ইসলাম দুলাল, শ্রমিকদল নেতা মীর আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব নেগাবান, ছাত্রদল নেতা আলী মুতুজা, ওলামা দল নেতা রফিকুল ইসলাম আসলামি, মহিলাদলের নেত্রীরা প্রমুখ।


এদিকে চরফ্যাশনের ২১টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার ও ঢোল-বাঁশির তালে তালে জনসভায় অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল তারেক রহমানের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।



Post Top Ad

Responsive Ads Here