কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণা, হাতেনাতে গ্রেপ্তার ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ০৩, ২০২৫

কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণা, হাতেনাতে গ্রেপ্তার ১

 

কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণা, হাতেনাতে গ্রেপ্তার ১
কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণা, হাতেনাতে গ্রেপ্তার ১


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার পরিচয়ে প্রতারণার সময় ৮ নং হ্যাঙ্গার গেটের পূর্ব পাশের কাস্টমস হাউজ সংলগ্ন এলাকা থেকে কাস্টমসের নকল জ্যাকেট পরিহিত এক প্রতারককে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন।


আটককৃত ব্যক্তি মো. সবুর খান (২৫)। তিনি শনিবার রাতে প্রতারণার চেষ্টা করছিলেন। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাসিন্দা মো. সুমন মিয়া (২৯) বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন।


পুলিশ জানায়, কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে মো. সবুর খান ও তার সহযোগী হারেস (৩২) মো. সুমন মিয়ার কাছ থেকে প্রায় ৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু সময় মতো দায়িত্বরত এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অপর সহযোগী পালিয়ে যায়।


এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, এই প্রতারকচক্র দীর্ঘদিন যাবত বিমানবন্দরে বিভিন্ন পরিচয়ে সাধারণ যাত্রীদের প্রতারণা করে আসছে। সম্প্রতি অনেক যাত্রী এই প্রতারণার শিকার হয়েছেন।


এ বিষয়ে বিমানবন্দর থানার অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক জানান, “বিমানবন্দর এলাকায় বিভিন্ন প্রতারকচক্র সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে চোরাচালান ও প্রতারকচক্র নির্মূলের কাজ করছি।”



Post Top Ad

Responsive Ads Here