বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৪ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার এলাকায় ২৭ বিজিবির (মারিশ্যা ব্যাটালিয়ন) অভিযানে প্রায় ৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।


সোমবার (২৭ অক্টোবর) বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাঠ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিজিবি সদস্যরা বিভিন্ন প্রজাতির কাঠ উদ্ধার করে।


বিজিবি জানায়, অভিযানে মোট ১৬৭.৪৯ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়, যার বাজারমূল্য ৪ লাখ ১৮ হাজার ৭২৫ টাকা।

জব্দকৃত কাঠগুলোর মধ্যে ছিল—


সুরজ বাগী কাঠ: ১১৩.০৭ ঘনফুট


তালী গাছ কাঠ: ২৮.৪৪ ঘনফুট


তেলছো গাছ কাঠ: ২৫.৯৮ ঘনফুট


প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন— “মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান ও অবৈধ কাঠ ব্যবসা রোধে অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



Post Top Ad

Responsive Ads Here