![]() |
| রাঙামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত |
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাংবাদিকদের সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মানবাধিকার সংগঠন ‘ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি’–এর আয়োজনে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে এই সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
সংবর্ধিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—
সভাপতি ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক,
সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল,
সহ–সভাপতি ও ইউএনবি প্রতিনিধি মো. অলি আহমেদ,
সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ,
যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসস জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ,
সাহিত্য ও প্রচার সম্পাদক ও দৈনিক গিরিদর্পণ বার্তা সম্পাদক মিল্টন বাহাদুর,
দপ্তর সম্পাদক ও বাংলা নিউজ প্রতিনিধি মঈনুদ্দিন বাপ্পী,
সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি সুপ্রিয় চাকমা,
সাবেক অর্থ সম্পাদক ও এটিএন বাংলা প্রতিনিধি পুলক চক্রবর্তী,
সদস্য ও ৭১ টিভি প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস,
এবং সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নিরপেক্ষ পত্রিকা জেলা প্রতিনিধি মো. শাহ আলম।
আলোচনা শেষে নবনির্বাচিত সাংবাদিকদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

