৪ দিনের ব্যবধানে রাউজানে ফের রক্তপাত, ব্রাশফায়ারে যুবদল কর্মী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

৪ দিনের ব্যবধানে রাউজানে ফের রক্তপাত, ব্রাশফায়ারে যুবদল কর্মী নিহত

 

৪ দিনের ব্যবধানে রাউজানে ফের রক্তপাত, ব্রাশফায়ারে যুবদল কর্মী নিহত
৪ দিনের ব্যবধানে রাউজানে ফের রক্তপাত, ব্রাশফায়ারে যুবদল কর্মী নিহত

মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের রাউজানে আবারও রক্তপাতের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আলমগীর ওরফে আলম। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।


ওসি মনিরুল ইসলাম বলেন, “একটি হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আমরা মাঠে আছি।”


পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হন। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এর মাধ্যমে মাত্র ১৪ দিনের ব্যবধানে রাউজানে ফের ঘটলো খুনের ঘটনা। এর আগে গত ৭ অক্টোবর উপজেলার পাহাড়তলী এলাকায় মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা ব্যবসায়ী আবদুল হাকিম (৫২)–কে গুলি করে হত্যা করে। নিহত হাকিমও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।


স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে রাউজানে ক্রমেই সংঘাত ও হত্যাকাণ্ডের মাত্রা বাড়ছে। শুধু ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ উপজেলায় অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।



Post Top Ad

Responsive Ads Here