![]() |
| ইসলামী আন্দোলনের ৩শ নেতা–কর্মীর বিএনপিতে যোগদানের তথ্য ভুয়া |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের তিনশ নেতা–কর্মীর বিএনপিতে যোগদানের খবরকে “ভিত্তিহীন ও বানোয়াট” বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় আমতলী উপজেলা সদর রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—আমতলী সদর ইউনিয়নের সাবেক ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে তিনশ নেতা–কর্মী বিএনপিতে যোগ দেন এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার হাতে ফুল তুলে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইসলামী আন্দোলন পক্ষ থেকে একে “মিথ্যা প্রচারণা” বলে প্রতিক্রিয়া জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী।
তিনি বলেন, “বিএনপিতে যোগ দেওয়া নাসির উদ্দিন হাওলাদারকে আমরা গত ৫ অক্টোবর দল থেকে বহিষ্কার করেছি। তিনি ইসলামী আন্দোলনের কেউ নন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের তিনশ নেতা–কর্মী যোগ দিয়েছেন—এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
তিনি আরও জানান, “বহিষ্কৃত নাসির উদ্দিন হাওলাদারের সঙ্গে হয়তো আমাদের তিন–চারজন কর্মী থাকতে পারে। বাকিরা আওয়ামী লীগ ও বিএনপির লোকজন। তাদের টুপি পরিয়ে ইসলামী আন্দোলনের কর্মী সাজানো হয়েছে।”
ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বলেন,“আমরা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রাজনীতি করি। এখানে মিথ্যাচারের কোনো স্থান নেই। বিএনপিকে অনুরোধ করব, এমন বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইউসুব মাতুব্বর,কার্যনির্বাহী সদস্য মো. শাহ আলম মৃধা,শ্রমিক আন্দোলনের সহসভাপতি মো. কামাল হোসেন বয়াতী,যুব আন্দোলনের সভাপতি হাফেজ খালেদ মো. সাইফুল্লাহ,ছাত্র আন্দোলনের সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
-26%20October.jpg)
