![]() |
| প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: ফরিদা আখতার |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সে অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা আইন অনুযায়ী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সরকারের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাব এবং সেসব সিদ্ধান্ত ক্যাবিনেট মিটিংয়েই গ্রহণ করা হবে।”
কাপ্তাই হ্রদ রক্ষায় উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, “লেক রক্ষার প্রথম কাজ হচ্ছে ড্রেজিং। এটা এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি। পাশাপাশি লেকের দুষণও উদ্বেগজনকভাবে বাড়ছে—পয়ঃনিষ্কাশন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে পানি দূষিত হচ্ছে।”
তিনি আরও বলেন, স্থানীয় সরকার, পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দুষণ নিয়ন্ত্রণ ও ড্রেজিং কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
ফরিদা আখতার জানান, কাপ্তাই লেকে অতিরিক্ত পলি জমার কারণে পানির স্তর কমে যাচ্ছে। ফলে বড় মাছের চলাচল কমে গেছে এবং ছোট মাছের আধিক্য বেড়েছে। “লেকের ভারসাম্য রক্ষায় সরকার ও স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টা প্রয়োজন,” — যোগ করেন তিনি।
রাঙ্গামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী,
জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা,
জেলা জামায়াতের আমীর মো. আব্দুল আলীম,
জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মো. নুরুল ইসলাম বাচা,
নাগরিক পরিষদের প্রতিনিধি এম এ বাশার,
জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুর,
এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
সভায় শুরুতে জেলা বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

