রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর আতিয়ার রহমান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং রাবিপ্রবি ক্যাম্পাস পরিদর্শন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন—
“বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার্বত্য অঞ্চলের সম্পদ, সংস্কৃতি এবং জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি বিশেষভাবে কাপ্তাই হ্রদ কেন্দ্রিক মৎস্য উন্নয়ন ও বিপণন গবেষণায় বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা নিতে আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা ফরিদা আখতার জুলাই ’২৪ গণ-অভ্যুত্থানের প্রতীক বিজয় স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন এবং ক্যাম্পাসে চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
তিনি রাবিপ্রবির নান্দনিক প্রাকৃতিক পরিবেশে মুগ্ধতা প্রকাশ করে বলেন,“অবকাঠামোগত নির্মাণকাজে যেন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।”
