![]() |
| বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত |
আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে “We speak, we learn, we overcome”
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় বোয়ালমারী উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করা হয়।
বিতর্কের ফাইনাল পর্বে অংশ নেয় বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুশফিকা খান শশী সেরা বিতার্কিক নির্বাচিত হন।
একই দিনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১৬টি বিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্রদর্শনী ও প্রেজেন্টেশন উপস্থাপন করে। ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এসব স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ও নেতৃত্বগুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক।”
তিনি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের প্রতিযোগিতা প্রতিটি উপজেলায় আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।” পরে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান, বিভিন্ন স্কুল–কলেজ–মাদ্রাসার প্রধান শিক্ষক, গাইড শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

