আলফাডাঙ্গায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

আলফাডাঙ্গায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

 

আলফাডাঙ্গায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আলফাডাঙ্গায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশবান্ধব কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক নেওয়ামত হোসেন পারভেজ।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ওসমান গণি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর, যুগ্ম আহবায়ক লিটন মোল্যা, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক শামীম চৌধুরী আব্দুল্লাহ প্রমুখ।


বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি সমাজ ও পরিবেশের উন্নয়নে কাজ করে আসছে। দেশের প্রতিটি নাগরিককে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।


নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।

Post Top Ad

Responsive Ads Here