দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজারে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, ফসলি জমি নষ্ট রোধ, কিশোর অপরাধ দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তারা সমাজে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



Post Top Ad

Responsive Ads Here