![]() |
| বিদেশিদের টার্মিনালের মালিকানা দেওয়া হচ্ছে না |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে— দেশের প্রধান সমুদ্রবন্দরের কোনো টার্মিনালের মালিকানা বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে যে সব সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রবিবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের সকল টার্মিনাল, জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার একক মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। বাংলাদেশের প্রচলিত বিধিবিধান মেনে শুধুমাত্র লাইসেন্সি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে — তবে মালিকানা হস্তান্তরের প্রশ্নই আসে না।
বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ঘিরে কল্পনাপ্রসূত ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ জনগণ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বন্দর কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের মনগড়া বা ধারণাভিত্তিক প্রতিবেদন বন্দরের কর্মপরিবেশ ও দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জাতীয় অর্থনীতির হৃদপিণ্ড। এই বন্দরের সুষ্ঠু কর্মপরিবেশ ও উন্নতির ধারা বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।”
বন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের প্রতি সত্য, বস্তুনিষ্ঠ ও যাচাই–বাছাই করা তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছে, যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক থাকে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকে।

