বিদেশিদের টার্মিনালের মালিকানা দেওয়া হচ্ছে না - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

বিদেশিদের টার্মিনালের মালিকানা দেওয়া হচ্ছে না

বিদেশিদের টার্মিনালের মালিকানা দেওয়া হচ্ছে না
বিদেশিদের টার্মিনালের মালিকানা দেওয়া হচ্ছে না

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে— দেশের প্রধান সমুদ্রবন্দরের কোনো টার্মিনালের মালিকানা বিদেশিদের হাতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে যে সব সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।


রবিবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের সকল টার্মিনাল, জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার একক মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। বাংলাদেশের প্রচলিত বিধিবিধান মেনে শুধুমাত্র লাইসেন্সি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে — তবে মালিকানা হস্তান্তরের প্রশ্নই আসে না।


বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ঘিরে কল্পনাপ্রসূত ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ জনগণ ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।


বন্দর কর্তৃপক্ষ মনে করে, এ ধরনের মনগড়া বা ধারণাভিত্তিক প্রতিবেদন বন্দরের কর্মপরিবেশ ও দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের জাতীয় অর্থনীতির হৃদপিণ্ড। এই বন্দরের সুষ্ঠু কর্মপরিবেশ ও উন্নতির ধারা বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।”


বন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের প্রতি সত্য, বস্তুনিষ্ঠ ও যাচাই–বাছাই করা তথ্য প্রকাশের অনুরোধ জানিয়েছে, যাতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক থাকে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকে।


Post Top Ad

Responsive Ads Here