![]() |
| পি.আর. পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে দুলারহাট জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ |
গিয়াসউদ্দিন, চরফ্যাশন প্রতিনিধি:
“ভয় পাবো না দাপটে, জবাব দিবো ব্যালটে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পি.আর. পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুলারহাট থানা শাখা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় দুলারহাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সংকট ও সুযোগের মুখোমুখি। আসন্ন জাতীয় নির্বাচন শুধুমাত্র ভোটদানের অনুষ্ঠান নয়—এটি নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান।”
বক্তারা আরও বলেন, “আমরা চাই আসন্ন নির্বাচন হোক জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও পি.আর. পদ্ধতিতে। ন্যায্য ভোটাধিকার, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে ৫ দফা যুগপৎ আন্দোলনের কোনো বিকল্প নেই।”
সমাবেশে বক্তব্য রাখেন— ভোলা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীক মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামী চরফ্যাশন শাখার সাবেক আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি ক্বাজী মাওলানা হারুনুর রশিদ, উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, যুব সমাজের উপজেলা সভাপতি মো. মহিবুল্লাহ, এবং উপজেলা সহ-সেক্রেটারি শরীফ সিরাজুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শরীফ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় মাগরিবের নামাজের পর বিক্ষোভ মিছিলের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা শান্তিপূর্ণ উপায়ে জনগণের অধিকার ও গণতান্ত্রিক দাবিগুলো তুলে ধরার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জনগণকে সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

