![]() |
| সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী |
শরিফুল হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সালথা-নগরকান্দা মেইন সড়কের ভাঙা অংশ মেরামত করেছে জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসেন।
জানা যায়, সালথা উপজেলা বাজার থেকে মাঝারদিয়া হয়ে নগরকান্দা পর্যন্ত সড়কটি স্থানীয় মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। তবে হরিনা গ্রামের পাশে রাস্তার একটি অংশ প্রায় ছয় মাস আগে ধসে বড় গর্তের সৃষ্টি হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্প্রতিক অতিবৃষ্টিতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। গাড়িচালকরা বাধ্য হয়ে যাত্রী নামিয়ে পায়ে হেঁটে রাস্তার ভাঙা অংশ পার করিয়ে অন্য প্রান্তে আবার যাত্রী তোলেন।
এ অবস্থায় স্থানীয়দের অনুরোধে সালথা উপজেলা জামায়াতের নেতা ওয়ালিউজ্জামান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেয়। পরবর্তীতে উপজেলা জামায়াতে ইসলামী নিজস্ব শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙা অংশটি মেরামত করে চলাচল উপযোগী করে তোলে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা অনেকবার জনপ্রতিনিধিদের জানিয়েছি, কেউ আসেননি। জামায়াতের ভাইয়েরা নিজেরাই এসে রাস্তাটা ঠিক করে দিয়েছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।”
এ বিষয়ে জামায়াত নেতা ওয়ালিউজ্জামান জানান, “উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করলে তারা জানান, এলজিইডিতে এই রাস্তার জন্য কোনো বরাদ্দ নেই। পরে আমরা নিজেদের উদ্যোগে মেরামতের কাজ সম্পন্ন করি।”
উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, “এটি আমাদের মানবিক দায়িত্বের অংশ। জনগণের দুর্ভোগ কমাতে আমরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কাজ করেছি।”
এলাকাবাসী জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।

