![]() |
| পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত অঞ্চল’ হিসেবে উপস্থাপন ভুল ও বিভ্রান্তিকর: সরকারের বিবৃতি |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
সাম্প্রতিক সময়ে অনলাইন সংবাদমাধ্যম ‘নেত্র নিউজ’ প্রকাশিত একটি ফটোস্টোরি বা ফিচারে পার্বত্য চট্টগ্রামকে ‘অধিকৃত’, ‘সামরিকীকরণ’ বা ‘সামরিক শাসনাধীন অঞ্চল’ হিসেবে উপস্থাপনের বিষয়টি বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
সরকার বলেছে, এ ধরনের বর্ণনা ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং পার্বত্য চট্টগ্রামের জনগণসহ পুরো বাংলাদেশের প্রতি অসম্মানজনক।
সোমবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—
১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য সার্বভৌম ভূখণ্ডের অংশ, যা সব সময়ই বেসামরিক প্রশাসনের অধীনে পরিচালিত হয়ে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যান্য অঞ্চলের মতোই পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে এই উপস্থিতিকে ‘সামরিক শাসন’ বা ‘অধিকৃত অবস্থা’ হিসেবে আখ্যায়িত করা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।
সরকার স্পষ্টভাবে জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামকে ‘পশ্চিম তীর’ বা কোনো অধিকৃত ভূখণ্ডের সঙ্গে তুলনা করা বাস্তবতার চরম বিকৃতি।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন, একক ও সার্বভৌম রাষ্ট্র, যার কোনো অংশই কোনো ধরনের দখলদারিত্বের অধীনে নয়।
সরকার আরও জানায়, মানবাধিকার রক্ষা, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন ও পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন পর্যন্ত ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর পদ্ধতিগত নির্যাতনের কোনো প্রমাণিত বা যাচাইকৃত অভিযোগ পাওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও শৈল্পিক সাংবাদিকতাকে মূল্য দেয়। তবে এই স্বাধীনতা যেন দায়িত্ববোধ, পেশাদারিত্ব এবং তথ্যগত নির্ভুলতার ওপর ভিত্তি করে প্রয়োগ করা হয়— সেই আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়া ও সৃজনশীল প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের মতো সংবেদনশীল ও ঐতিহাসিক প্রেক্ষাপটে সংবাদ উপস্থাপনের সময় যথাযথ সংবেদনশীলতা ও নৈতিক মান বজায় রাখতে হবে।

