‘ডগ মেঘলার’ সহায়তায় টেকনাফে চোলাই মদসহ ইজিবাইক চালক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০২, ২০২৫

‘ডগ মেঘলার’ সহায়তায় টেকনাফে চোলাই মদসহ ইজিবাইক চালক আটক

‘ডগ মেঘলার’ সহায়তায় টেকনাফে চোলাই মদসহ ইজিবাইক চালক আটক
‘ডগ মেঘলার’ সহায়তায় টেকনাফে চোলাই মদসহ ইজিবাইক চালক আটক

 


মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে কে-৯ ডগ “মেঘলা”-এর সহায়তায় দেশীয় চোলাই মদসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। 


শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দমদমিয়া চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


আটক ব্যক্তির নাম আব্দুর রহিম (৩৫)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।


বিজিবি সূত্রে জানা যায়, সকালে টেকনাফগামী একটি ব্যাটারিচালিত ইজিবাইককে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় কে-৯ ডগ ‘মেঘলা’ ইজিবাইকের পেছনের সিটের নিচে লুকানো ২৮ লিটার দেশীয় চোলাই মদ শনাক্ত করে। পরে মদসহ ইজিবাইকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।


টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে কে-৯ ডগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। চোলাই মদ জব্দ ও অভিযুক্তকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

Post Top Ad

Responsive Ads Here