
বেতবুনিয়ায় কঠিন চীবর দান উৎসব শেষে মোটরসাইকেল চাপায় অফিস সহকারী নিহত
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব শেষে বাড়ী ফেরার সময় একটি মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন পাইসি থোয়াই মার্মা (৩২), বেতবুনিয়া পূর্ব মনাইপাড়া এলাকার সুইচা অং মার্মার ছেলে ও কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
রোববার দুপুর পৌনে ২টায় বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পাইসি থোয়াই মার্মার মাথায় গুরুতর আঘাত লাগে।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে রাউজানের জেকে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা তার স্ত্রী, পুত্র ও কন্যাসহ আরও দুই জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা জেকে হাসপাতালে দেয়া হয়েছে।
ওসি সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং চালক আব্দুর রহিম (৩৮) কে আটক করা হয়েছে। এ ঘটনায় কাউখালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কঠিন চীবর দান উৎসব শেষে পরিবারের সঙ্গে বাড়ী ফেরার পথে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসী শোকাহত।
