বিমানবন্দরের নিরাপত্তায় নতুন ‘এজিবি’ বাহিনী গঠনের উদ্যোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০৩, ২০২৫

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন ‘এজিবি’ বাহিনী গঠনের উদ্যোগ

 

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন ‘এজিবি’ বাহিনী গঠনের উদ্যোগ
বিমানবন্দরের নিরাপত্তায় নতুন ‘এজিবি’ বাহিনী গঠনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার : 

দেশের বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী ‘এজিবি’ গঠনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য ১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) আতাউর রহমান খানকে।


সূত্র জানায়, বিমানবন্দরগুলোর নিরাপত্তায় দীর্ঘদিন ধরে বেবিচকের এভসেক বাহিনী, এপিবিএন, বিমান বাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। তবে সমন্বয়ের অভাবে নানা সমস্যা দেখা দেয়। এজন্য নতুন বাহিনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন এজিবি বাহিনীর নিজস্ব অর্গানোগ্রাম, যানবাহন ও লজিস্টিক সাপোর্ট থাকবে এবং এটি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে। ফলে বিমানবন্দরের নিরাপত্তায় ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, “আইকাও’র নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতেই এয়ার গার্ড বা এজিবি গঠন হচ্ছে। প্রথমে বাহিনী হিসেবে কাজ শুরু করবে, পরে এটি অধিদপ্তরে রূপান্তরিত হবে।”


অন্যদিকে বেবিচকের কিছু কর্মকর্তা মনে করছেন, এভসেকসহ বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সমন্বয় ঘটানো সম্ভব, নতুন বাহিনীর প্রয়োজন নেই। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা পাচারসহ নানা অপরাধ রোধে এজিবি বাহিনী গঠন সময়ের দাবি।


প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার যাত্রী দেশের বিভিন্ন বিমানবন্দরে যাতায়াত করেন। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অধিকাংশ যাত্রী চলাচল করে। নতুন টার্মিনাল চালুর আগেই নিরাপত্তা জোরদারে এ উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




Post Top Ad

Responsive Ads Here